মোংলায় আরো ৫ জন করোনা রোগী সনাক্ত

প্রকাশঃ ২০২০-০৬-২৯ - ১৯:০৯
corona

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : মোংলায় দ্বিতীয় দফায় আরো ৫ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। এর আগে প্রথম দফায় ৩ জন সনাক্ত হয়। এনিয়ে মোংলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ জনে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জীবিতেষ বিশ্বাষ জানান, গত বৃহস্পতিবার নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানের পর রবিবার সকালে আসা রিপোর্টে স্থায়ী বন্দর এলাকার বাসিন্দা মিজানুর রহমান (৫১), তার স্ত্রী সেলিনা বেগম (৪৩) ও মেয়ে মেহেরুন মুনতাহা মালিহা (১৯) এর রিপোর্ট পজেটিভ এসেছে। এছাড়া ইপিজেড হসপিটালের ওয়ার্ড বয় রুহুল আমিন (৩০) এবং পৌর শহরের ময়লাপোতার মোড়ের আজিজুল হক (২২) এরও রিপোর্টে করোনা সনাক্ত হয়েছে। নতুন করে আক্রান্ত রোগীরাও তাদের নিজ বাড়ীতে অবস্থান করছেন। এদিকে নতুন করে করোনা আক্রান্তদের বাড়ীঘর লকডাউন করে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মো: রাহাত মান্নান। এ সময় মোংলা থানার অফিসার ইনচার্জ মো: ইকবাল বাহার চৌধুরীসহ নৌবাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
এর আগে গত বুধবার প্রথম দফায় উপজেলার সোনাইলতলা ও সুন্দরবন ইউনিয়নে দুইজন এবং পৌর শহরের বাতেন সড়কের একজনের করোনা সনাক্ত হয়।