মোংলায় ইমারত শ্রমিক সংগঠনের খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশঃ ২০২০-০৫-২৪ - ১৭:৪৭

মোংলা প্রতিনিধি : মোংলায় গরিব ও অসহায় মানুষের মাঝে ত্রাস সামগ্রী বিতরন করছেন মোংলা ইমারত শ্রমিক ইউনিয়ন। মোংলা পোর্ট পৌরসভা ৫নং ওয়ার্ড রিমঝিম হল চত্তরে ৫শতাধিক অসহায় ও সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে খাদ্য এ সামগ্রী বিতরণ করা হয়েছে। গরীব ও সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে করোনা কালীন সময়ে কর্মহীন হয়ে পরা মানুষের মাঝে দেয়া খাদ্য সহায়তার মধ্যে ছিল চাল, ডাল, চিনি, ছোলা, চিড়া।
ইতি পর্বে করোনা সঙ্কটের এ দুর্যোগ মুহূর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকেও পৌরসভাসহ ইউনিয়নগুলোতে দরিদ্র মানুষের জন্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছিল। পৌরসভায়ও সকল পৌরবাসীর মাঝে কয়েদ দাফে খাদ্য সামগ্রী দিয়ে আসছে। প্রতিটি দুস্থ মানুষকেও আর্থিক সহায়তা প্রদান করে আসছে দলীয় নেতাকর্মী ও বিভিন্ন সংগঠন। কিন্ত ঈদ পুর্ব মুহুর্তে মোংলায় ইমারত শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকেও তাদের শ্রমিক ও এলাকার অসহায় ও কর্মহীনদের এ খাদ্য সামগ্রী বিতরণ করেছে। রোববার সকাল সাড়ে ১১টায় সংগঠনের নিজেস্ব কার্যলয়ের সামনে এ খাদ্য সামগ্রীর প্যাকেজ মানুষের হাতে তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। এসময় সংগঠনের সবাপতি মোঃ দুলাল জানায়, মোংলায় ইমারত শ্রমিক ইউনিয়নের বেশ কিছু অসহায় শ্রমিক রয়েছে। তার মধ্যে মরন ঘাতক করোনা ভাইরাসে অধিকাংশ শ্রমিক কর্মহীন হয়ে পরে। তাদেও দৃর্দশার কথা চিন্তা করে সংগঠনের পক্ষ থেকে শ্রমিকসহ এলাকার গরিব ও অসহায় মানুষদের সহায়তা প্রদানের উদ্যোগ নেয়া হয়। তাই প্রতিটি মানুষদেও সামাজিক দুরত্ব বজায় স্বাস্থ বিধি মেনে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। পৌর আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, সাধারনে সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, সংগঠনের সভাপতি মোঃ দুলাল, সাধারন সম্পাদক মোঃ শাহাজাহানসহ অন্যান্য নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।