মোংলা বন্দরে পণ্য বোঝাই-খালাস কাজ বন্ধ, জনজীবন বিপর্যস্ত

প্রকাশঃ ২০১৭-০৭-২০ - ০৫:৩০

মোংলা প্রতিনিধিঃ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিন্মচাপটি ভারতের উড়িষ্যা উপকূল অতিক্রম করে স্থলনিম্মচাপে পরিণত হয়েছে। এর ফলে মোংলা বন্দরে বুধবারও তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বলবৎ রয়েছে। নিম্মচাপের প্রভাবে ভোর থেকে শুরু হওয়া একটানা বৃষ্টিপাতের কারণে বন্দরে অবস্থানরত দেশী-বিদেশী সকল বাণিজ্যিক জাহাজের পণ্য বোঝাই-খালাস ও পরিবহণ কাজ বন্ধ রয়েছে। তবে বন্দর জেটি ও কন্টেইনার ইয়ার্ডে স্বল্প পরিসবে কাজ চলছে বলে জানিয়েছে বন্দরের হারবার বিভাগ। এদিকে দিনভর টানা বৃষ্টিপাতে এখানকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। একেধারে মুষলধারার বৃষ্টিতে দুপুর থেকে শহরের দোকান পাট বন্ধের পাশাপাশি জনশূণ্য হয়ে পড়ে গোটা শহর। বৃষ্টির পানিতে শহরের নিচু রাস্তাঘাট ও নিন্মাঞ্চল তলিয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এছাড়া উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে বিশেষ করে চিলা ইউনিয়নের চিংড়ি ঘেরগুলো বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ার আশংকা করছেন সংশ্লিষ্টরা।