মোংলা বাঁঁচাও দুর্নীতি হটাও

প্রকাশঃ ২০১৭-০৭-০৯ - ২০:১৪

দ্রুত ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের ঘোষণা
মোংলা বন্দর কর্তৃপক্ষের প্রশাসন ও সম্পত্তি শাখার দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে মানববন্ধন

মোংলা প্রতিনিধিঃ মোংলা বন্দর কর্তৃপক্ষের প্রশাসন ও সম্পত্তি শাখার কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। রবিবার দুপুরে বন্দর কর্তৃপক্ষের প্রশাসনিক ভবনের সামনে আধ ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করেছে মোংলা বন্দর রক্ষা কমিটি। কমিটির নেতৃবৃন্দরা বলেন, বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে অস্থায়ী ভিত্তিতে সম্প্রতি ২৬শ বর্গফুট ভূমি বরাদ্দ নেয় স্বচ্ছ ট্রেডার্স নামক একটি প্রতিষ্ঠান। কিন্তু বন্দরের সম্পত্তি শাখার কতিপয় অসাধু কর্মকর্তাদের যোগসাজসে ওই প্রতিষ্ঠানটি বরাদ্দের চেয়েও প্রায় ১০ গুন অর্থাৎ ২৬ হাজার বর্গফুট ভূমি দখল করে নেয়। প্রতিষ্ঠানটি কর্তৃপক্ষের শর্ত লঙ্গন করে অস্থায়ী ভিত্তিতে বরাদ্দ নেয়া ওই ভূমির উপর পাকা স্থাপনা, মিক্সার প্লান্ট ও নদী সংলগ্ন এলাকায় জেটি নির্মাণ করেছে। আর এ অবৈধ কাজে সহায়তা করেন বন্দরের সম্পত্তি শাখার কর্মকর্তারা। বন্দরের ভূমি দখলকারী ও শর্তভঙ্গকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কর্তৃপক্ষ রহস্যজনক কারণে কোন ব্যবস্থা গ্রহণ না করায় এবং অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবীতে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে বলে জানান মোংলা বন্দর রক্ষা কমিটির নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা আরো বলেন, শীঘ্রই কর্তৃপক্ষ স্বচ্ছ ট্রেডার্স ও সম্পতি শাখার দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
এ বিষয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর একেএম ফারুক হাসান বলেন, স্বচ্ছ ট্রের্ডাস বরাদ্দের বাহিরে অতিরিক্ত যে ভূমি দখল করে ব্যবহার করছে সে বাবদ তার কাছ থেকে নিয়ম অনুযায়ী অর্থ আদায় করা হবে। আর বরাদ্দ নেয়া ভূমিতে নীতিমালা লঙ্গন করে যে সকল স্থাপনা ও জেটি নির্মাণ করছে সে বিষয়েও তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এমনকি তার বরাদ্দ বাতিলও করা হতে পারে।