মোদিকে ইমরানের চিঠি

প্রকাশঃ ২০১৯-০৬-০৮ - ১৪:১৫

আন্তর্জাতিক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান। চিঠিতে কাশ্মীরসহ অন্যান্য সমস্যার সমাধানে ভারত ও পাকিস্তানের মধ্যে আলোচনার আহবান জানিয়েছেন ইমরান খান।

দ্বিতীয়বার ক্ষমতায় আসার জন্য মোদিকে অভিনন্দন জানিয়ে ইমরান খান লিখেছেন, দু’দেশের মানুষের দারিদ্রের মোকাবিলা এবং উন্নয়নের স্বার্থে আলোচনায় বসাই একমাত্র রাস্তা। তবে ইমরানের এই চিঠি নিয়ে অবশ্য নয়াদিল্লির পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

আগামী ১৩ ও ১৪ই জুন কিরঘিজস্তানের বিশকেকে এসসিও সম্মেলনে যোগ দেবেন ভারত এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী। কিন্তু সেখানে মোদি ও ইমরানের মধ্যে বৈঠকের সম্ভাবনা নেই বলে স্পষ্ট করে দিয়েছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী।

প্রসঙ্গত, ভারতে ভোটের প্রচারের সময় থেকেই ইমরান বলে চলছিলেন যে, মোদি ক্ষমতায় এলে পাকিস্তানের পক্ষে সেটা সুবিধাজনক হবে। ভোটের ফল ঘোষণার আগেই মোদিকে অভিনন্দনও জানিয়েছিলেন তিনি।