যশোরে শিশু নির্যাতন ও মাদক মামলায় দুইজনের সাজা

প্রকাশঃ ২০২১-০২-২৬ - ১৮:৩৬

যশোর : যশোরে শিশু নির্যাতন ও মাদকের মামলায় দুইজনকে ভিন্ন মেয়াদে সাজা দিয়েছে দুই আদালত। বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক টিএম মুসা ও যুগ্ম দায়রা জজ আদালতের বিচারক আসিফ ইকবাল এ সাজা দিয়েছেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলো, অভয়নগরের গোপিনাথপুর গ্রামের মৃত আমানী শেখে ছেলে তৌহিদ শেখ ও খুলনার পাইকগাছার কপিলমনি গ্রামের মৃত নিতাই অধিকারীর ছেলে রাম প্রসাদ। মামলার অভিযোগে জানা গেছে, ২০১৪ সালের ২৮ এপ্রিল নাউলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপিড়ন করে তৌহিদ শেখ। এ ঘটনায় ওই শিশুর পিতা বাদী হয়ে অভয়নগর থানায় মামলা করেন। এ মামলার দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ৩ বছর সশ্রম কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন। অপরদিকে ২০১২ সালের ৩০ জুলাই রামপ্রসাদ বেনাপোল ভবেরবেড় গ্রাম থেকে আট বোতল ফেনসিডিলসহ আটক হয়। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানার এসআই রওশন সরকার বাদী হয়ে মামলা করেন। এ মামালা সাক্ষ্য গ্রহণ শেষে আসামি রাম প্রসাদকে ২ বছর সশ্রম কারাদন্ড, ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত দুই আসামি পলাতক রয়েছে।