যশোর জেলা শিক্ষা অফিসার রাজঘাট জাফরপুর মাধ্যমিক স্কুল পরিদর্শন

প্রকাশঃ ২০১৭-০৮-০৮ - ১৯:৩২

ফুলতলা (খুলনা) প্রতিনিধি: যশোর জেলা শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম টুকু মঙ্গলবার বেলা ১১টায় ঐতিহ্যবাহি রাজঘাট জাফরপুর মাধ্যমিক বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে আসেন। পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের ১০ম ও ৯ম শ্রেণীতে পাঠদান ও শিক্ষক মিলনায়তনে শিক্ষকদের সাথে মতবিনিময় করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএ শামীম আরা’র পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ ফিরোজ আহম্মদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ শামসুল হক, সদস্য গোলাম আজম মিঠু, এনামুল হক, সহকারী প্রধান শিক্ষক দেবদাস সরকার, আইসিটি শিক্ষক তাপস কুমার বিশ্বাস, শিক্ষক সৈয়দা ফারহানা ইয়াসমিন, ঝর্না মন্ডল, মোঃ রফিকুল হাসান, সুজন কুমার মল্লিক, মোঃ হুমায়ুন বাশার, এমএ রশীদ, মোঃ নাজিম উদ্দিন, সমীর কুমার দত্ত, মোঃ আমিনুল ইসলাম, নেপাল দত্ত, আবুল বাশার সুজন, বেদজানী রায়, অফিস সহকারী সবুজ মন্ডল প্রমুখ। পরে জেলা শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম টুকু কলিকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক স্থায়ীভাবে স্বীকৃতিপ্রাপ্ত শতাব্দী বিজয়ী এ বিদ্যালয়টি পরিদর্শনে সন্তোষ প্রকাশ করেন।