যুক্তরাষ্ট্রে আবারও বন্দুকধারীর হামলায় নিহত ১০

প্রকাশঃ ২০১৯-০৮-০৪ - ১৫:১০

আন্তর্জাতিক : যুক্তরাষ্ট্রের ওহাইয়ো অঙ্গরাজ্যের ডেটনে আবারও বন্দুকধারীর হামলায় দশজন নিহত হয়েছে।

এর কয়েকঘন্টা আগে, যুক্তরাষ্ট্রের এল পাসো শহরে ওয়ালমার্টের একটি সুপার স্টোরে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন ২০ জন। এই ঘটনায় আহত ২৬ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

সন্দেহভাজন হামলাকারী ২১ বছর বয়সী প্যাট্রিক ক্রসিয়াসকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে, টেক্সাস অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল ১৫ জন নিহত হবার কথা জানিয়েছিলেন। ঘটনার পরপরই মেক্সিকো সীমান্তের একেবারে কাছের শহর এল পাসোর মেয়র জানিয়েছিলেন, সিয়েলো ভিস্তা শপিংমলে অন্তত তিন বন্দুকধারী এলোপাতাড়িভাবে গুলি চালায়। পরে পুলিশ জানায় এক বন্দুকধারী এই কাণ্ড ঘটিয়েছে।

এ ঘটনাকে ভয়াবহ উল্লেখ করে টুইট করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুইটে আরও জানিয়েছেন সম্পূর্ণভাবে ফেডারেল সরকার থেকে সহায়তা করা হবে।