রামপালে উৎসাহ উদ্দিপনায় আনন্দ শোভাযাত্রা

প্রকাশঃ ২০১৭-১১-২৫ - ২০:০৭

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি : রামপালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ জাতি সংঘের ইউনেস্কো কর্তৃক “মেমোরী অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিষ্টার” এ অন্তর্ভুক্তির মাধ্যমে ”বিশ্ব প্রামান্য” ঐতিহ্যের স্বীকৃতি লাভ করায় আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় রামপাল উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বর থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। আনন্দ শোভাযাত্রা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল এর সভাপতিত্বে মিলনায়তনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষনের প্রামান্য চিত্র প্রদর্শন ও চলচিত্র প্রদর্শন করা হয়। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান শেখ মোঃ আবু সাইদ, ভাইস চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা মিলি, সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ আঃ জলিল, মোল্যা আঃ রউফ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব শেখ আঃ ওহাব, মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মোজাফ্ফর হোসেন, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবুল,সাবেক অধ্যক্ষ মোঃ মজনুর রহমান, শেখ নুরুল আমীন, আহাজ্ব গাজী গিয়াস উদ্দিন, আলহাজ্ব শেখ মোহাম্মাদ আলী, গাজী আক্তারুজ্জামান, জেলা পরিষদ সদস্য অসিত বরন কুন্ডু প্রমুখ। আনন্দ র‌্যালিতে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী ও শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক, শিক্ষার্থী, নারী বাদী সংগঠনসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।