রামপালে ২২ মার্চ থেকে শুরু ১৬ প্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠান

প্রকাশঃ ২০১৮-০৩-২১ - ১৪:৫০

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি : রামপাল উপজেলার সগুনা গ্রামে ২০তম ১৬ প্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠান শুরু ২২ মার্চ বৃহস্পতিবার। সগুনা সার্বজনীন মহানামযজ্ঞ কমিটির আয়োজনে আগামী ২২ মার্চ সন্ধ্যায় নামযজ্ঞের শুভ অধিবাস ২৩ ও ২৪ মার্চ, শুক্র ও শনিবার অখন্ড শ্রী শ্রী তারকব্রক্ষ্ম হরিনাম সংকীর্ত্তন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে আগত ভক্তদের জন্য প্রসাদের ব্যাবস্থা থাকবে। মহানামযজ্ঞ অনুষ্ঠান সাফল্যমন্ডিত করতে সকলের সার্বিক সহযোগীতা ও উপস্থিতি কামনা করে নামযজ্ঞ উদযাপন কমিটির পক্ষ থেকে এক বিবৃতি দেয়া হয়েছে। বিবৃতিদাতারা হলেন সগুনা সার্বজনীন নামযজ্ঞ পরিচালনা পরিষদের সভাপতি অনাদি রজ্ঞন পাল, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নরেন্দ্রনাথ পাল, কোষাধ্যক্ষ তপন কুমার পাল, ,সত্যরজ্ঞন পাল, বিধান চন্দ্র পাল ও সগুনা সামাজিক উন্নয়ন ক্লাব সাধারন সম্পাদক সুব্রত পাল প্রমুখ ।