রূপসায় কৃষক মাঠ স্কুলের প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশঃ ২০২০-১০-০২ - ১৫:৩৫

খুলনা অফিস : রূপসা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় গত ০১ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০ টায় আলাইপুর শেখপাড়া কৃষক মাঠ স্কুলে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ প্রদান করেন কৃষি সম্প্রসারণ অফিসার জনাব শিউলী মজুমদার ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আবদুর রহমান । এতে রোপা আমন ধানের আন্তঃপরিচর্যা, পোকা ও রোগ বিশেষ করে বাদামি গাছ ফড়িং (কারেন্ট পোকা) ও ব্লাস্ট রোগ দমন সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হয় এবং প্রশিক্ষনার্থীদের মাঝে ’রোপা আমন ধানের বাদামি গাছ ফড়িং (কারেন্ট পোকা) ও ব্লাস্ট রোগ দমনে কৃষক ভাইদের করণীয়’ শীর্ষক লিফলেট বিতরণ করা হয়। আলাইপুর শেখপাড়া কৃষক মাঠ স্কুলের ১৫ জন প্রশিক্ষনার্থী উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।