লোকালয় থেকে জীবিত হরিণ উদ্ধার

প্রকাশঃ ২০১৯-০১-৩১ - ১৯:৪৬

বাগেরহাট প্রতিনিধি : পূর্ব সুন্দরবনের বনরক্ষীরা এক অভিযান চালিয়ে জীবিত একটি মায়াবী চিতল হরিণ উদ্ধার করেছেন ৩১, জানুয়ারী (বৃহস্পতিবার) দুপুর ২ টার দিকে পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বেতমোড় এলাকা থেকে ওই হরিণ টি উদ্ধার করেন বনবিভাগ । সুন্দরবনের বগী স্টেশনের কর্মকর্তা (এফজি) মিজানুর রহমান বলেন, একই দিন দুপুরে মঠবাড়িয়া থানা পুলিশ ওই এলাকায় একটি জীবিত হরিণের ছোটাছুটি দেখতে পেয়ে মুঠোফোনে তাদেরকে অবগত করেন । এসময় তার নেতৃত্বে ৫ সদস্যের বনরক্ষী ও (সিপিজির) একটি দল ট্রলারযোগে ওই এলাকায় পৌছায়। পরে বনবিভাগ,পুলিশ ও স্থানীয়রা যৌথভাবে ধাওয়া করে হরিণটিকে আটক করে । ওই সময় হরিণটি কিছুটা আহত হয়। উদ্ধারকৃত হরিণটির ওজন আনুমানিক ২ মন । পরে প্রাথমিক চিকিৎসার জন্য হরিনটিকে মংলার করমজল প্রাণী চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে । তবে, বলেশ্বর নদী পাড় হয়ে কিভাবে সুন্দরবন থেকে প্রায় ৫০ কিলোমিটার দুরে ওই এলাকায় হরিণটি পৌছালো সে ব্যাপারে তিনি অবগত নন । স্থানীয় সূত্র জানায়, চোরা শিকারী চক্র পাচারের উদ্দেশ্যে কৌশলে সুন্দরবন হতে হরিণটি চুরি করে পার না পাওয়ার ভয়ে ছেড়ে পালিয়ে গেছে । এব্যাপারে পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. জয়নাল আবেদীন জানান, প্রাথমিকভাবে জীবিত হরিণটি উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে । চিকিৎসা শেষে হরিণটি সুন্দরবনে অবমুক্ত করা হবে । তবে, এঘটনার সাথে শিকারী চক্রের কোন সংশ্লিষ্টতার রয়েছে কিনা তা ক্ষতিয়ে দেখা হবে ।