শেখ হাসিনার সাহসী দেশে উন্নয়নে সর্বকালের রেকর্ড ছাড়িয়ে গেছে : শেখ হারুনুর রশিদ

প্রকাশঃ ২০২০-০১-০৬ - ১৫:৫৮

দাকোপ প্রতিনিধি : বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে ্ভাগ্য বঞ্চিত মানুষ তার নায়্য অধিকার ফিরে পায় এ কথা উল্লেখ করে খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান,জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক বিরোধী দলীয় হুইপ আলহাজ্ব শেখ হারুনুর রশিদ বলেন, শেখ হাসিনার সাহসী নেতৃত্বে এদেশে উন্নয়নে সর্বকালের রেকর্ড ছাড়িয়ে গেছে। এ সরকারের আমলে উন্নয়নের জন্য সাধারণ মানুষকে দৌড়াতে হয় না। এখন উন্নয়নই মানুষকে খুজে নেয়। স্বাধীনতা পরবর্তী সময়ে এদেশে আ’লীগ ছাড়া যারা ক্ষমতায় এসেছে তারা শুধু নিজেদের আখের গুছিয়েছে।
তিনি রবিবার জেলা প্রশাসনের আয়োজনে খুলনার উপকূলীয় অঞ্চল দাকোপে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ প্রকল্পে অধিগ্রহনকৃত জমির ক্ষতিপূরণের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। দাকোপ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদদু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মোঃ ইকবাল হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, জেলা আওয়ামী লীগের সাবেক সংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন, উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিফ-উল হাসান, থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম চৌধুরী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, বিশিষ্ট শিল্পপতি আব্দুস সালাম। উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য জয়ন্তী রানী সরদার, ইউপি চেয়ারম্যান সরোজিত রায়, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম আক্কেল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল কাদের, সরদার জাকির হোসেন, জামিল খান, বিধান চন্দ্র রায়, ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, ইউপি চেয়ারম্যান মিহির কুমার মন্ডল, জেলা পরিষদ সদস্য এ্যাডঃ রজত কান্তি শীল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আকতার, ইউপি চেয়ারম্যান সুদেব রায়, নিমাই চাঁদ দাস, অধ্যাপক সুপদ রায়, তপন রায়, মোঃ শিপন ভূঁইয়া. জি এম রেজা, যুবনেতা রতন কুমার মন্ডল, জাহিদুর রহমান মিল্টন, আরাফাত আজাদ, ছাত্রলীগনেতা ফয়সাল শরীফ, মাসুম হাওলাদারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ। জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশিদ এরপর দাকোপের বিভিন্ন স্থানে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন।