হুইপ পঞ্চানন বিশ্বাস এমপির সুস্থতায় প্রার্থনা সভা

প্রকাশঃ ২০১৯-০৭-২২ - ১৯:৫৯

ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটা : সকলের প্রার্থনা ও ভালবাসায় মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনাদের মাঝে ফিরিয়ে আসতে পেরে পরম করুনাময়ের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। কৈশোর কালীন থেকেই ছাত্র রাজনীতি দিয়েই এ অঞ্চলের মানুষের অধিকার প্রতিষ্ঠায় সারা জীবন নিজেকে লোভ লালসার উর্দ্ধে থেকে আপনাদের সেবা দিয়ে গেছি। হয়তো আপনাদের সেই ভালবাসায় সৃষ্টিকর্তা পূনরায় আমাকে সুস্থ্য করে আপনাদের মাঝেই ফিরিয়ে এনেছেন। আপনাদের এই ভালবাসা আমার সারা জীবনের পাথেয় হয়ে থাকবে। কথাগুলি বলেছেন মহান জাতীয় সংসদের হুইপ ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি পঞ্চানন বিশ্বাস এমপি। তিনি সোমবার বিকাল ৫ টায় বটিয়াঘাটা বাজার নাট মন্দির প্রাঙ্গনে দীর্ঘদিন যাবৎ গুরুতর অসুস্থ্য হয়ে রাজধানী ঢাকায় স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন থেকে সুস্থ্য হয়ে তার নির্বাচনী এলাকায় ফিরে আসায় এলাকাবাসীর আয়োজনে মহান সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে এক বিশেষ প্রার্থনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। সদর ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা মনোরঞ্জন মন্ডলের সভাপতিত্বে ও হিন্দু বৌদ্ধ খিষ্ট্রান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি অধ্যাঃ মনোরঞ্জন মন্ডল এবং পূজা উদযাপন পরিষদ নেতা অলোক মল্লিকের সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন উপজেলা আ’লীগের সাবেক সাধারন সম্পাদক রবীন্দ্রনাথ ঢালী, ডাঃ তারিনী কান্ত মন্ডল, সাবেক ইউপি চেয়ারম্যান শিবপদ মন্ডল, এড.নিহার রঞ্জন মল্লিক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাাদক ইন্দ্রজিৎ টিকাদার, হুইপ তনয় শিক্ষক পল্লব বিশ্বাস রিটু, অধ্যক্ষ নির্মলেন্দু বিশ্বাস, প্রধান শিক্ষক অনিল কুমার মন্ডল, আনন্দ মোহন বিশ্বাস, আ’লীগ নেতা পলাশ রায়, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সমীর মন্ডল, সাধারণ সম্পাদক ধীমান মন্ডল, অবঃ সহকারী পুলিশ সুপার নিখিল চন্দ্র মন্ডল, সাবেক ইউপি চেয়ারম্যান সমীর সরকার, এড. অশোক পাল, এড. অনাদী মন্ডল, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পঙ্কজ বিশ্বাস, আ’লীগনেতা নারয়ান সরকার, মানস পাল,যুবলীগের আহ্বয়ক অনুপম বিশ্বাস সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ভগবতী গোলদার, সমাজ সেবক পিয়াস মন্ডল, সাবেক ইউপি সদস্য খোকন মল্লিক, সুবির মল্লিক, ইউপি সদস্য অশোক মন্ডল, রবীন বৈরাগী, নজরুল ইসলাম খাঁন, ফারুক হাওলাদার, বিশ্বজিৎ ঢালী, হাজরাকালী রায়, সাংবাদিক পরিতোষ রায়, সাংবাদিক ইমারান হোসেন, সাংবাদিক বুদ্ধদেব মন্ডল, হিমাদ্রী বিশ্বাস হিমু, ইন্দ্রজিৎ রায়, সমর বাছাড়, দেবু বালা, মানবাধিকার কর্মী সরদার হাফিজুর রহমান, ব্যবসায়ী রঞ্জন মিস্ত্রী,প্রীতিশ মিস্ত্রী, মাছ বাজার সমিতির সভাপতি নিখিল মিস্ত্রী, পার্থ বিশ্বাস প্রমূখ।