৮ এপ্রিল কয়রায় অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমানের জনসভা

প্রকাশঃ ২০১৮-০৪-০৭ - ১৮:৪৩

কে বসছেন সভাপতির চেয়ারে ?

ইমতিয়াজ উদ্দিন, কয়রা : ৮ এপ্রিল বিকাল ৩টায় কয়রা-পাইকগাছা উপজেলাবাসীর ব্যানারে কয়রা উপজেলা পরিষদ মাঠে শেখ হাসিনার ভিষন-২০২১ বাস্তবায়নের লক্ষে উন্নয়ন পরিকল্পনা মূলক জনসভার আয়োজন করা হয়েছে। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমান। তবে জনসভায় সভাপতির চেয়ারে কে বসবেন এ নিয়ে চলছে নানা গুঞ্জন। জনসভার পোষ্টার ও লিফলেটে সভাপতি হিসেবে খুলনা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়র মাহবুবুল আলমের নাম প্রচারিত হলেও গতকাল শনিবার রাত্র থেকে জনসভার সভাপতি হিসেবে মাইকিং করা হয়েছে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম মহসিন রেজার নাম। এর পরথেকে কয়রার রাজনীতির মাঠে চলছে এ নিয়ে জোর আলোচনা-সমালোচনা। সাধারন মানুষ থেকে শুরু করে রাজনৈতিক মহলে একটাই প্রশ্ন কে বসছেন জনসভায় সভাপতির চেয়ারে ? এমন প্রশ্নের জবাবে জেলা আ’লীগের কোষাধ্যক্ষ ও উপজেলা আ’লীগের সভাপতি দু’জনই সভাপতির চেয়ারে বসবেন বলে জোর দাবি করেছেন। কয়রা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম মহসিন রেজা জানান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে তিনিই জনসভার সভাপতিত্ব করবেন। যারা বিভিন্ন পোষ্টারের মাধ্যমে সভাপতি হিসেবে নাম প্রচার করছেন তারা অগঠনতান্ত্রিক কাজ করছেন। তবে ভিন্ন কথা বলেছেন জনসভার পোষ্টারে সভাপতি হিসেবে নাম প্রচারিত হওয়া জেলা আ’লীগের কোষাধ্যক্ষ আলহাজ্ব ইঞ্জিনিয়র মাহবুবুল আলম। তিনি জানান, যারা গতকাল রাত্র থেকে মাইকিং এর মাধ্যমে সভাপতি হিসেবে নাম প্রচার করছিলেন সকাল থেকে তা বন্ধ হয়ে গেছে। উর্দ্ধতন নেতৃবৃন্দের সর্বসম্মতি ক্রমে তিনিই জনসভার সভাপতিত্ব করবেন। তবে উপজেলার জনসাধারণ বলছেন, সভাপতির চেয়ারে কে বসছেন তা জানতে অপেক্ষা করতে হবে সভা শুরু হওয়া পর্যন্ত।