অনলাইনের মাধ্যমে স্বচ্ছ ও ত্রুটিমুক্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্নের উদ্যোগ নিয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষ

প্রকাশঃ ২০১৭-০৭-১০ - ১৯:৩৯

মোংলা প্রতিনিধিঃ প্রতিষ্ঠার পর এই মোংলা বন্দর কর্তৃপক্ষ অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছতার সাথে ত্রুটিমুক্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্নের উদ্যোগ গ্রহণ করেছেন। এর ফলে প্রার্থীরা একদিকে যেমন ত্রুটিমুক্ত আবেদন করতে পারবেন অপরদিকে কর্তৃপক্ষও ন্বল্প সময়ে নির্ভুল কাগজপত্র বাছাই করে দ্রুত প্রয়োজনী ব্যবস্থা গ্রহণে সক্ষম হবেন। এ কার্যক্রমে স্বচ্ছতার পাশাপাশি ভোগান্তী ও সময়ের অপচয় কমবে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের উর্ধতন উপ-ব্যবস্থাপক (প্রশাসন) মো: আবুল কালাম আজাদ জানান, নিয়োগ প্রক্রিয়া যাতে স্বচ্ছতার সাথে ত্রুটিমুক্ত করা যায় সেজন্যই মুলত অনলাইনের মাধ্যমে নিয়োগের সকল প্রস্তুতি সম্পন্নে উদ্যোগ গ্রহণ করেছে কর্তৃপক্ষ। অনলাইন কার্যক্রম দ্রুত চালুর জন্য রবিবার বিকেলে মোংলা বন্দর কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে একটি সফটওয়ার কোম্পানীর সাথে কর্তৃপক্ষের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ঢাকার অপটিমাপ সলুশান এন্ড সার্ভিসেস লি: (ওএসএস) অনলাইন নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে একটি পাওয়ার পয়েন্ট পেজেন্টেশন করেন। এ সময় কোম্পানীটির উপস্থাপনকৃত নিয়োগ প্রক্রিয়ার কিছু ত্রুটি-বিচ্যুতি চিহ্নিত করেন বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তারা। সনাক্তকৃত ত্রুটির সমাধান নিয়ে কয়েকদিন পর তারা আবারো আরেকটি পাওয়ার পয়েন্ট উপস্থাপন করবেন। নিয়োগ প্রক্রিয়ার সকল উপস্থাপনা সঠিক, নির্ভুল ও ত্রুটিপূর্ণ হলেই তাদের সাথে চুক্তিবদ্ধ হতে পারেন কর্র্তৃপক্ষ। আবুল কালাম আজাদ আরো জানান, শুধুমাত্র অপটিমাপ সলুশান এন্ড সার্ভিসেস লি: এর সাথে নয় আমরা দেশের বড় বড় সফটওয়ার কোম্পানীর সাথে যোগাযোগ করছি। এ বিষয়ে শীঘ্রই পত্র-পত্রিকায় বিজ্ঞাপনও দেয়া হবে। যারা অভিজ্ঞ তাদেরকে দিয়েই আমরা কাজটি করাতে চাই। বৈঠকে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর একেএম ফারুক হাসান, মেম্বর (প্রকৌশল ও উন্নয়ন) মো: আলতাফ হোসেন খান, মেম্বর (অর্থ) মো: গোলাম মোস্তফা, পরিচালক (প্রশাসন) ফায়জুর রহমান, হারবার মাষ্টার ওলিউর রহমান, প্রধান পরিকল্পনা কর্মকর্তা জহিরুল হক, উর্ধতন উপ-ব্যবস্থাপক (প্রশাসন) মো: আবুল কালাম আজাদ ও অপটিমাপ সলুশান এন্ড সার্ভিসেস লি: এর ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম, টেকনিক্যাল হেড রাইসুল ইসলাম।