ঢাকা অফিস : বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস পালিত হচ্ছে। আজ বুধবার সকালে রাজধানীর তেঁজগাওয়ের পুরাতন বিমানবন্দরে অনুষ্ঠানের আয়োজন করে বিমান বাহিনীর ঘাঁটি বাশার।
বেলুন ও কবুতর উড়িয়ে দিবসটির উদ্ধোধন করেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মাহফুজুর রহমান।
এতে প্রধান অতিথি ছিলেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকা এবং অবদানের কথা তুলে ধরেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী ও বাংলাদেশ পুলিশের প্রতিনিধি, বাংলাদেশে জাতিসংঘের সমন্বয়কারীসহ অনুষ্ঠানে অনেকে উপস্থিত ছিলেন।
দিবসটি পালনের অংশ হিসেবে ঢাকার পাশাপাশি চট্টগ্রামের বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকেও সমাবেশের আয়োজন করা হয়।