অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালায় দায়িত্ব পাবার পর থেকে সকল সেক্টরে সংস্কার কাজ অব্যাহত আছে। অনেকেই বিভিন্ন সেক্টরে সংস্কারের নানাবিধ পরামর্শ প্রদান করছেন এবং করেছেন। হোমিওপ্যাথিক সেক্টরকে সংস্কারের ব্যাপারে পত্র-পত্রিকায় প্রকাশিত তেমন কোনো পরামর্শমূলক লেখা আমার নজরে আসেনি। কিন্তু স্বাস্থ্য খাতের গুরুত্বপূর্ণ একটি অংশ হলো হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি, যা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধিনে দেশের স্বাস্থ্য সেবায় বিকল্প পদ্ধতি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অধিকাংশ চিকিৎসক ডিপ্লোমা কোর্স সম্পন্ন করে রোগী চিকিৎসা করেন। বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড কর্তৃক চার বছর মেয়াদি Diploma in Homeopathic Medicine & Surgery (DHMS) শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয়। আর এই বোর্ড পরিচালিত হয় কাউন্সিলের প্রতিনিধিদের সমন্বয়ে। ইতিমধ্যে সংস্কারের জন্য হোমিওপ্যাথিক কাউন্সিলে ্য়ঁড়ঃ;বিভাগীয় প্রতিনিধ্য়িঁড়ঃ; মনোনয়নের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিভাগীয় প্রতিনিধি মনোনয়নের ক্ষেত্রে নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের সদয় বিবেচনার জন্য কিছু সুপারিশমালা পেশ করছি। তারিখ ০৭/০৮/২০২৫
১। হোমিওপ্যাথিক কাউন্সিলের প্রতিনিধিকে কমপক্ষে ্য়ঁড়ঃ;ডি.এইচ.এম.এস্য়ঁড়ঃ; কোর্সের সনদধারী হওয়া উচিত। ২। শুধুমাত্র সনদধারী নয় বরং রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসক হতে হবে। ৩) চিকিৎসক হিসেবে প্রতিনিধিকে কমপক্ষে ১০/১২ বছরের
অভিজ্ঞতাসম্পন্ন হওয়া প্রয়োজন। ৪। নিজ নিজ বিভাগের স্থায়ী বাসিন্দাসহ চেম্বার থাকতে হবে। ৫। এই পদের জন্য আবেদনকারীকে হোমিওপ্যাথির উন্নয়ন ও চিকিৎসা সংক্রান্ত শিক্ষার প্রসারে গ্রহনযোগ্য অবদান থাকতে হবে। অর্থাৎ যোগ্যতা বিবেচনার ক্ষেত্রে অভিজ্ঞতালব্ধ লেখা বই, ফেসবুক লাইভ, গুগল মিট, ইউটিউব চ্যানেল ইত্যাদির মাধ্যমে হোমিওপ্যাথিক শিক্ষা ও চিকিৎসা বিষয়ের অবদান মূল্যায়ন করা যেতে পারে। ৬। অন্য কোনো পেশার সাথে সংযুক্ত খন্ডকালীন চিকিৎসকদেরকে কাউন্সিলের প্রতিনিধি হিসেবে মনোনয়ন দেওয়া অনুচিত বলে মনে করি। ৭। এই পদে অভিজ্ঞতা সম্পন্ন হোমিওপ্যাথিক চিকিৎসকদের নিয়োগ দিলে তাঁরা অর্পিত দায়িত্ব পালনের জন্য যেখানেই যাবেন সেখানেই রোগী দেখতে পারবেন। ফলে, সেই এলাকার রোগীরা উপকৃত হবে, পাশাপাশি ক্লাস বা শিক্ষামূলক সেমিনার পরিচালনার যোগ্যতা সম্পন্ন হলে শিক্ষার্থীরা উপকৃত হবে। ৮। এটা যেহেতু লক্ষণ ভিত্তিক চিকিৎসা পদ্ধতি, তাই অভিজ্ঞতা সম্পন্ন চিকিৎসকের পক্ষেই হোমিও শিক্ষা ব্যবস্থার সঠিক দিকনির্দেশনা দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা সহজ হবে। উল্লেখ্য, অনভিজ্ঞ প্রতিনিধি মনোনীত হওয়ায় হোমিওপ্যাথির উন্নয়ন বাঁধাগ্রস্ত হয়ে সব সময় অবহেলিত থেকে গিয়েছে। ৯। প্রতিনিধি মনোনয়ন যদি দুর্নীতিমুক্ত হয়, তাহলে অবশ্যই এ চিকিৎসা পদ্ধতির উন্নয়ন ও দক্ষ চিকিৎসক তৈরি হবে এবং দরিদ্রতম দেশের সর্বসাধারণ তুলনামূলকভাবে সহজে ও স্বল্প খরচে উন্নত মানের চিকিৎসা সেবা পেয়ে কৃতজ্ঞ হবে। ফলে, যেমনিভাবে সাশ্রয় হবে দেশের অর্থ, তেমনি শারীরিক ও মানসিকভাবে সুস্থ সমাজ গঠনে বিকল্প চিকিৎসা পদ্ধতি হিসেবে হোমিওপ্যাথি অনবদ্য ভূমিকা রাখতে পারবে বলে মনে করি। ১০। তাছাড়া নিরপেক্ষ সরকারের গৃহীত পদক্ষেপের মাধ্যমে দেশ থেকে অনিয়ম ও দুর্নীতি কমতে শুরু করেছে, যা দেশ ও জাতির জন্য অত্যন্ত মঙ্গলজনক। ১১। যেহেতু সরকার সকল রাজনৈতিক দল ও দেশবাসীকে সাথে নিয়ে ফ্যাসিবাদী কার্যক্রম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোরতা প্রদর্শন করতে আগ্রহী, সেহেতু বিগতদিনের সুবিধাভোগীরা যেন কাউন্সিলের সদস্যপদ অর্জন করে আবারও হোমিওপ্যাথিক বোর্ড ও কাউন্সিলকে দুর্নীতির আখড়া বানাতে না পারে সেদিকে নজর দেয়া জরুরী বলে মনে করি। উল্লেখ্য, দুর্নীতির সাথে যুক্ত ছিলেন এবং বিগতদিনের কিছু সুবিধাবাদী ও সুবিধাভোগী ৫ আগস্টের পটপরিবর্তনের পর আকর্ষণীয় ও চটকদার নামে নতুন নতুন সংগঠন চালু করে নিজেদেরকে ফ্যাসিবাদ, দুর্নীতি বিরোধী প্রমাণের জন্য নানান কৌশল এবং কর্মসূচী হাতে নিয়ে নিজেদেরকে বৈষম্য বিরোধী ব্যক্তি হিসেবে যাহির করার চেষ্টায় মত্ত আছেন বলে দৃশ্যমান হচ্ছে। এরা বিভিন্ন কৌশল অবলম্বন করে কাউন্সিলের সদস্যপদ লাভ করতে তৎপরতা শুরু করেছে। সেদিকে সরকার ও হোমিওপ্যাথিক বোর্ডকে সজাগ ও সতর্ক দৃষ্টি রাখতে হবে। অভিজ্ঞজনেরা বিশ্বাস করে, বর্তমান নিরপেক্ষ সরকারের হাত ধরেই হোমিওপ্যাথিক অঙ্গন কলুষমুক্ত হবে।
আরও উন্নত মানের চিকিৎসা পদ্ধতিতে উন্নীতকরণ, সঠিক ও সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ এবং সদুদ্দেশ্য বাস্তবায়নে হোমিওপ্যাথিক কাউন্সিলে যোগ্য সদস্য মনোনীত করা একান্ত প্রয়োজন। সক্রিয়, দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন চিকিৎসকদেরকে কাউন্সিলের সদস্য হিসেবে মনোনীত করতে পারলে সঠিক, উন্নততর ও সময়োপযোগী পরিকল্পনা প্রণয়ন করে পেশাগত দক্ষ চিকিৎসক তৈরি করা সম্ভব। তবেই স্বাস্থ্য সেবার এ শাখাটি পুনরুজ্জীবিত হয়ে বিকল্প চিকিৎসা পদ্ধতি হিসেবে দেশের স্বাস্থ্য সেবায় অতুলনীয় ভূমিকা রাখতে সক্ষম হবে। লেখকঃ এফ হোসেন, ডিএইচএমএস(ঢাকা)