আটোয়ারীতে জাতীয় ভোটার দিবস পালিত

প্রকাশঃ ২০২০-০৩-০২ - ২০:৫৪

মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) :  “ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব”-এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের ন্যায় পঞ্চগড়ের আটোয়ারীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ভোটার দিবস পালিত হয়েছে।উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে সোমবার (2 মার্চ) উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়।পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় উপজেলা নির্বাচন অফিসার মোঃ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম বলেন- দেশে দ্বিতীয় বারের মতো জাতীয় ভোটার দিবস পালন করা হচ্ছে। গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জন্য সকলকে সচেষ্ট থাকতে হবে। ভোটার হওয়ার পর স্মার্ট কার্ড পাবে ভোটাররা। আগামীতে গণতন্ত্রকে সুসংহত করে  ভোটাররা যাতে ভোট দিতে পারেন এই হোক জাতীয় ভোটার দিবসের অঙ্গীকার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম। সভায় আরো বক্তব্য রাখেন-উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, উপজেলা আইসিটি কর্মকর্তা শহিদুল ইসলাম ও আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো:আব্দুল কুদ্দুস প্রমূখ।