আটোয়ারীতে আরও দু’জনের শরীরে করোনার উপস্থিতি

প্রকাশঃ ২০২০-০৫-৩০ - ১৫:৪৮
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আটোয়ারি

মনোজ রায়, আটোয়ারী প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীতে আরও দু’জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ জনে। স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা গেছে, গত ২৭ মে আটোয়ারী থেকে ৮ জনের নমূনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। গতকাল শুক্রবার (২৯ মে) রাতে প্রাপ্ত রিপোর্টে ২ জনের শরীরে কোভিট-১৯ এর উপস্থিতি পাওয়া যায় এবং বাকী ৬ জনের ফলাফল নেগেটিভ আসে। নতুন সনাক্তকৃত একজন উপজেলার বলরামপুর ইউনিয়নের চামেশ্বরী গ্রামের গাজীপুর থেকে আগত জনৈক যুবক (৪৫)। সে গত ২৫ মে শরীরে শ্বাসকষ্ট নিয়ে বাড়িতে আসে। অপরজন রাধানগর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের নারায়নগঞ্জ ফেরত জনৈকা মহিলা (২২)। তিনি গত ২২ মে সুস্থ শরীর নিয়ে বাড়িতে ফিরেন। এদিকে পূর্বে আক্রান্ত দুই যুবক করোনা জয়ের লক্ষে নিজ নিজ বাড়িতে হোম আইসোলেশনে আছেন আক্রান্ত হওয়ার পর থেকে। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ হুমায়ুন কবির জানান, নতুন করোনা পজিটিভ রোগী সনাক্তের খবর পেয়ে রাতেই পুলিশ সহ সংশ্লিষ্ট চেয়ারম্যানগণকে জানিয়ে দেওয়া হয়েছে। আনুষ্ঠানিক ভাবে স্বাস্থ্য বিভাগের লোকজন সহ সংশ্লিষ্টরা শনিবার আক্রান্তদের বাড়িতে গিয়ে প্রয়োজনীয় ঔষধ ও খাবার সহ অন্যান্য করনীয় সম্পর্কে পরামর্শ প্রদান করেন। তবে খবর পেয়ে স্থানীয় লোকজন গতকাল রাতেই আক্রান্ত পরিবারের সকলকে লকডাউন করে রাখে। উল্লেখ যে, আটোয়ারী থেকে ৩০ মে পর্যন্ত ১৬৮ জনের নমূনা সংগ্রহ করে পাঠায় স্বাস্থ্য বিভাগ এবং ৩০ জনের নমূনা পরীক্ষার ফলাফল এখনো পৌছায়নি।