আটোয়ারীতে এক সন্তানের জননীর আত্মহত্যা

প্রকাশঃ ২০২০-০৪-২৪ - ২২:৪৩

মনোজ রায়, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীতে রাধানগর রেলগেইট এলকায় নুরবানু নামে এক সন্তানের জননী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার সকালে আটোয়ারী থানা পুলিশ মৃত: মহিলার লাশ উদ্ধার করে। প্রতিবেশীদের সাথে কথা বলে জানা গেছে, উপজেলার তোড়িয়া কাজীপাড়া এলাকার জনৈক মো: অহেদুল ইসলামের মেয়ে নুরবানু বেগমের বিয়ে হয় প্রায় ৭/৮ বছর পূর্বে ওই এলাকার মো: দুলাল হোসেনের ছেলে মো: হুমায়ুন কবিরের সাথে। হুমায়ন-নুরবানুর দাম্পত্য জীবনে তৃতীয় সদস্য হিসেবে ৫ বছর পূর্বে জন্ম নেয় ছেলে সন্তান মো: জারিফ হোসেন। তাদের সংসার জীবনে আসলে কি চলছিল তা কেউ পরিস্কার ভাবে জানাতে পারেনি। এ ব্যাপারে আটোয়ারী থানার ওসি (তদন্ত) জয়ন্ত কুমার সাহা জানান, আমরা খবর পেয়ে মৃতার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পঞ্চগড় মর্গে প্রেরণ করেছি। ময়না তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত কিছুই বলা যাচ্ছেনা। প্রাথমিকভাবে থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।