মনোজ রায় হিরু, আটোয়ারী : পঞ্চগড়ের আটোয়ারীতে কৃষি কাজে সরকারি উন্নয়ন সহায়তার আওতায় জনৈক কৃষককে অর্ধেক মুল্যে অত্যাধুনিক কম্বাইন্ড হারভেষ্টার মেশিন হস্তান্তর করা হয়েছে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবদুল্লাহ আল মামুনের তত্বাবধানে রবিবার (৩১মে) বিকেলে উপজেলা কৃষি বিভাগ চত্ত্বরে এক কৃষকের হাতে কম্বাইন্ড হারভেষ্টার মেশিনের চাবি হস্তান্তর করা হয়। মেশিন হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর, পঞ্চগড়ের উপ-পরিচালক মো: আবু হানিফ, আটোয়ারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: তৌহিদুল ইসলাম, বিদায়ী আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা ও কৃষি সম্প্রসারন অধিদপ্তর, পঞ্চগড়ের জেলা প্রশিক্ষণ অফিসার মো: আবু হোসেন। সামাজিক দূরত্ব বজায় রেখে এসময় আরও উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, কৃষি সম্প্রসারন অধিদপ্তর, আটোয়ারীর অতিরিক্ত কৃষি অফিসার মোছা: নুরজাহান খাতুন, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোস্তাক আহম্মেদ ও মানস কুমার রায়, মেটাল এগ্রোটেক লি: এর বিক্রয় প্রতিনিধি খোকন চন্দ্র মোহন্ত সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা। সুত্র জানায়, প্রতিটি মেটাল এগ্রোটেক লি: এর কম্বাইন্ড হারভেষ্টার মেশিনের মূল্য একুশ লক্ষ টাকা। বর্তমান কৃষিবান্ধব সরকার অর্ধেক মূল্য ভর্তুকি দিয়ে সাড়ে দশ লক্ষ টাকায় কৃষকদের মাঝে বিতরণের উদ্যোগ নেন। উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বালিয়া এলাকার বসির আহম্মেদ খান ভর্তুকি মূল্যে মেশিনটি ক্রয় করেন। বর্তমানে কৃষিকাজে দিনমজুরের অভাব। চাষাবাদ হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতিতে। এ মেশিন ব্যবহারে কৃষকদের উৎপাদন ব্যয় অনেকটা কমে আসবে। তাছাড়া এই মেশিন দিয়ে ধান-গম কাটা মারা সহ বস্তাবন্দী করা যাবে।