মনোজ রায় হিরু : আটোয়ারী (পঞ্চগড়) : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নে করোনা প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে ব্যক্তি উদ্যোগে মাইকিং করে লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়েছে। ওই ইউনিয়নের বার আউলিয়া এলাকার অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মচারী বিশিষ্ট সমাজসেবক জনৈক মো: জয়েনউদ্দীন শুক্রবার দিনব্যাপী মসজিদে মসজিদে লিফলেট বিতরণ করেন এবং সন্ধায় বার আউলিয়া বাংলাহাটে উপস্থিত জনসাধারনের মাঝে বিনামুল্যে মাস্ক বিতরন করেন। বিতরণ অনুষ্ঠানে উপজেলার চ্যানেল এস ও ভোরের দর্পন প্রতিনিধি মো: জাহেরুল ইসলাম এবং যায়যায়দিন ও বিজয় টিভির প্রতিনিধি মনোজ রায় হিরু উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উপজেলায় কোন করোনা রোগী সনাক্ত না হলেও ৭৫ জন বিদেশ ফেরত ব্যক্তি ইতিমধ্যে ১৪ দিন হোম কোরায়েন্টাইন সময় অতিক্রম করেছেন। এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: হুমায়ুন কবির জানান, বর্তমানে ১০জন বিদেশ ফেরত ব্যক্তি হোম কোরায়েন্টাইনে রয়েছেন এবং এদের জ্বর, সর্দি সহ করোনার কোন লক্ষণ দেখা যায়নি।