আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে সরকারী ভাবে গম ক্রয়ের উদ্বোধন করলেন এমপি। সোমবার দুপুরে উপজেলার ফকিরগঞ্জ খাদ্য গুদামে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মো: মজাহারুল হক প্রধান এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চলতি মৌসুমে গম ক্রয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় আটোয়ারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জহিরুল হক, ফকিরগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন আক্তার, বিশিষ্ট ব্যবসায়ী মো. খলিলুর রহমান, স্থানীয় আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মোঃ সাজ্জাদ সেলিম, সাংগঠনিক সম্পাদক মোঃ এমদাদুল হক সহ দলীয় নেতাকর্মী ও সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, চলতি মৌসুমে ১ম পর্যায় উপজেলার ৬ ইউনিয়নের কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ২৮ টাকা দরে ৭২৯ মে: টন গম ক্রয় করা হবে।