মনোজ রায় হিরু, আটোয়ারী : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলাধীন ৬ ইউনিয়ন পরিষদের আওতায় গ্রাম পুলিশ সদস্যদের মাঝে নতুন পোশাক ও ব্যাগ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো: সামসুজ্জামান তার কার্যালয়ে গ্রাম পুলিশ সদস্যদের হাতে পোশাক ও ব্যাগ তুলে দেন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: ওয়ালিফ মন্ডল সহ স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উপজেলার ৬ ইউনিয়নের ৬০ জন সদস্যের মাঝে বিতরণ পোশাক ও ব্যাগ বিতরণ করা হয়।