আটোয়ারীতে থানা পুকুরে পোনা মাছ অবমুক্ত

প্রকাশঃ ২০২০-০৭-২৭ - ১৬:৪৪

মনোজ রায় হিরু, আটোয়ারী : পঞ্চগড়ের আটোয়ারী থানা পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো: ইজার উদ্দীনের আয়োজনে রোববার (২৬) দুপুরে পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এস.এম শফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে থানা পুকুরে ২৮ কেজি পোনা মাছ অবমুক্ত করেন। অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন আটোয়ারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো: সামসুজ্জামান ও ভাইস চেয়ারম্যান মো: শাহাজাহান সহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও মৎস্য বিভাগের লোকজন।