মনোজ রায় হিরু, আটোয়ারীঃ পঞ্চগড়ের আটোয়ারীতে সরকারীভাবে ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৮জুন) বিকেলে উপজেলার ফকিরগঞ্জ খাদ্য গুদামে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মো: মজাহারুল হক প্রধান এম,পি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চলমান বোরো মৌসুমে ধান ও চাল সংগ্রহের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা, আফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা(অ:দা:) মোঃ জহরুল হক, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু জাহেদ, উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মো: খলিলুর রহমান, ফকিরগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোছাঃ জেসমিন আক্তার, মির্জাপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সইফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: এমদাদুল হক সহ স্থানীয় সরকারদলীয় নেতাকর্মী ও গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
খাদ্য বিভাগ সূত্রে জানাযায়, এবার উপজেলায় প্রতিকেজি ২৬ টাকা দরে ৬১১ মেঃটন ধান ও ৩৬ টাকা দরে ২৬০২ মেঃটন চাল ক্রয় করবে সরকার।