মনোজ রায় হিরু, আটোয়ারী : চলমান করোনা মহামারির কারনে ২য় দফায় মানবিক প্রধানমন্ত্রীর অনুদানের চেক পেলেন পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার নন-এমপিওভুক্ত ৬২ জন শিক্ষক-কর্মচারী। আটোয়ারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: তৌহিদুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো: সামসুজ্জামান নির্বাহী অফিসারের কার্যালয়ে নন-এমপিও শিক্ষকদের হাতে অনুদানের চেক তুলে দেন। এসময় আরোও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান রেনু একরাম, উপজেলা প্রকৌশলী মো: জাকিউল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: তোবারক হোসেন সহ স্থানীয় সংবাদকর্মীরা। উল্লেখ্য, ২য় দফায় ৪২ জন শিক্ষক ও ২০ জন কর্মচারীর মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক তুলে দেয়া হয়।