মনোজ রায় হিরু, আটোয়ারী : পঞ্চগড়ের আটোয়ারীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। আটোয়ারী উপজেলা পরিষদের আয়োজনে বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে পচিশ হাজার বৃক্ষ চারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ দপ্তরে দেয়া হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: তৌহিদুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো: সামসুজ্জামান বৃক্ষ চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মো: শাহাজাহান ও রেনু একরাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: আবদুল্লাহ আল মামুন, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো: ইজার উদ্দীন, ডাঃ এ.কে.এম সানোয়ার হুদা সাধন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: তোবারক হোসেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: নজরুল ইসলাম প্রমূখ।