মনোজ রায়, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীতে মটর সাইকেলের ধাক্কায় এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যূর হয়েছে। রোববার (২১জুন) বিকেলে আটোয়ারী আশা অফিসের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় পথচারী উপজেলার ছোটদাপ গ্রামের মৃত: এমার উদ্দীনের পুত্র উলফত উদ্দীন (৭০) মটর সাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়। প্রত্যক্ষদর্শীরা বৃদ্ধাকে উদ্ধার করে আটোয়ারী হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত ঠাকুরগাঁও সদর হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে তার মৃত্যূ হয়। উলেখ, ওই বৃদ্ধা স্ব-স্ত্রীক আশা অফিসে ঋণ উত্তোলনের জন্য ছোটদাপ-আটোয়ারী সড়কে পায়ে হেঁটে আসার সময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা জনৈক জসিম উদ্দীনের মটর সাইকেলের ধাক্কায় এই দূর্ঘটনাটি ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন বৃদ্ধার মৃত্যূর খবরটি নিশ্চিত করেন।