মনোজ রায়, আটোয়ারী প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীতে রাধানগর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। শনিবার (৩০মে) দুপুরে ইউনিয়ন পরিষদের সভাকক্ষে আগামী ২০২০-২১ অর্থ বছরের জন্য এ বাজেট ঘোষনা করা হয়। রাধানগর ইউনিয়ন পরিষদের ইউ’পি সচিব মো: মখলেছুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত বাজেট সভায় সভাপতিত্ব করেন ওই ইউনিয়ন পরিষদের দ্বিতীয় বারের নির্বচিত চেয়ারম্যান মো: আবু জাহেদ। করোনা দুর্যোগের কারনে সামাজিক দূরত্ব বজায় রেখে বাজেট সভায় শুধুমাত্র ইউনিয়ন পরিষদের সকল নির্বাচিত সদস্যগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উম্মুক্ত খসড়া বাজেটের তথ্য মতে রাধানগর ইউনিয়নে ২০২০-২১ অর্থ বছরে সম্ভাব্য আয় ধরা হয়েছে মোট ১,৬৯,৮৭,৮৮৫/=টাকা, প্রারম্ভিক জের ২৩,৫০০/=টাকা সহ সর্বমোট আয় ১,৭০,১১,৩৮৫/=টাকা। পাশাপশি পারিপাশির্^ক অবস্থা বিবেচনায় এবার ব্যয় ধরা হয়েছে মোট ১,৬৯,৭১,৯৩৫/=টাকা ও সমাপ্তির জের ৩৯,৪৫০/= টাকা সহ মোট ব্যয় ১,৭০,১১,৩৮৫/=টাকা।