মনোজ রায় হিরু, আটোয়ারী : পঞ্চগড়ের আটোয়ারীতে আসন্ন কোরবানী ঈদকে ঘিরে সামাজিক দুরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি অনুসরন করে মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজ মাঠে অস্থায়ী পশুর হাট বসানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো: সামসুজ্জামানের সভাপতিত্বে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে পরিষদের হলরুমে অনুষ্ঠিত জরুরী সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়। জরুরী সভায় পরামর্শকমূলক বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: তৌহিদুল ইসলাম। অন্যানের মধ্যে ভাইস চেয়ারম্যান মো: শাহাজাহান ও রেনু একরাম, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো: ইজার উদ্দীন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মো: আবুল কালাম আজাদ, বলরামপুর ইউ’পি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো: সাইদুর রহমান, রাধানগর ইউ’পি চেয়ারম্যান মো: আবু জাহেদ, ধামোর ইউ’পি চেয়ারম্যান নজরুল ইসলাম দুলাল, তোড়িয়া ইউ’পি চেয়ারম্যান হাসান হাবিব আল আজাদ, মিঃ গোঃ হাঃ ডিঃ কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কাজী মো: ফজলে বারী সুজা, উপজেলা ক্রিড়া সংস্থার সম্পাদক মো: মিজানুর রহমান, ফকিরগঞ্জ সরকারী হাটের সাবেক ইজারাদার মো: সাজ্জাদ সেলিম, ফকিরগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কমলেশ চন্দ্র ঘোষ ও সম্পাদক মো: জামিলুর রেজা মানিক বক্তব্য রাখেন। সভায় আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসারকে সভাপতি করে ১১ সদস্য বিশিষ্ঠ কমিটি করে অস্থায়ী পশুর হাট পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়। উল্লেখ্য, পশুর হাটে আগত প্রত্যেক ক্রেতা সাধারণকে বাধ্যতামূলক মাস্ক পড়ে সামাজিক দূরত্ব বজায় রেখে পশু কেনাবেচা করতে হবে এবং দুইটি গেইট দ্বারা নিয়ন্ত্রিত আগত প্রত্যেককে এক গেইট দিয়ে প্রবেশ করে অপর গেইট দিয়ে বের হতে হবে।