মনোজ রায়, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীতে চলমান করোনা দুর্যোগে ব্যক্তিগত উদ্দ্যোগে হতদরিদ্রদের মাঝে খাদ্য সহয়তা করলেন স্থানীয় এক বীর মুক্তিযোদ্ধা। উপজেলার তোড়িয়া ইউনিয়নের ছেপড়াঝাড় মন্ডলপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦: মো: আনোয়ার করিম ওরফে পৌষা শুক্রবার সকালে তার গ্রামের বাড়িতে দুই শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা করেন। মহামারি করোনায় বেকার হওয়া নিন্ম আয়ের প্রতিবেশীদের তিনি প্রায় ১ মে:টন এর বেশী চাল, নগদ ৫০ হাজার টাকা এবং তেল, ছোলা ও সাবান সম্বলিত প্যাকেট তুলে দেন। এসময় তোড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো: সারোয়ার হোসেন বাবুল, বীরমুক্তিযোদ্ধা মো: ইদ্রিস আলী, শিক্ষক মো: জাকেরিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সংসদের যুগ্ন আহবায়ক আল মামুন বিপ্লব সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।