মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : সুপার সাইক্লোন আম্পানে ক্ষতিগ্রস্থ সুন্দরবন উপকূলীয় মানুষের মাঝে খাদ্য সহায়তার পাশাপাশি গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করেছে কোস্ট গার্ড। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত সুন্দরবন সংলগ্ন খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী, উত্তর বেদকাশী ও মহারাজপুর এলাকার দেড় হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও সুপেয় পানির বোতল বিতরণ করা হয়। এছাড়া নলিয়ান ও কয়রা এলাকার ৩৪টি পরিবারের মাঝে ঘর মেরামতের জন্য ১০২ বান টিন এবং সুন্দরবনস্থ ১০টি প্রান্তিক জেলে পরিবারকে কাঠের নৌকা ও জাল বিতরণ করা হয়েছে। এ সময় কোস্ট গার্ডের পশ্চিম জোন’র (মোংলা) স্টাফ অফিসার (অপারেশান্স) লে: কমান্ডার ইমতিয়াজ আলমসহ কোস্ট গার্ড সদস্যরা উপস্থিত ছিলেন। কোস্ট গার্ড কর্মকর্তা ইমতিয়াজ আলম বলেন, ঘূণিঝড়ে ক্ষতিগ্রস্থ সুন্দরবন উপকূলীয় অসহায় ও দুস্থ মানুষের মাঝে কোস্ট গার্ডের এই ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।