ঢাকা অফিস : স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ দেশের সবগুলো গোয়েন্দা সংস্থার করা তালিকায় এক নম্বর ইয়াবা ব্যবসায়ী সাইফুল করিম পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে টেকনাফ থেকে সাইফুল করিমকে গ্রেপ্তার করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে নাফ নদীর তীরে মিয়ানমার থেকে আনা বিপুল পরিমাণ ইয়াবা মজুদ করার কথা স্বীকার করে সে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সাইফুলকে নিয়ে ইয়াবা উদ্ধারে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সাইফুলের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে অন্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ হয় সাইফুল। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে নয়টি এলজি, ৪২ রাউন্ড গুলি ও এক লাখ পিস ইয়াবা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, সাইফুল করিমের বিরুদ্ধে টেকনাফসহ বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, মানিলন্ডারিং আইনে সাতটি মামলা রয়েছে।