এদের মধ্যে একজন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পেডিয়াট্রিক সার্জারি বিভাগের অধ্যাপক গাজী জহিরুল হাসান। শুক্রবার ভোরে, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে মারা যান তিনি। এক সপ্তাহ আগে তার করোনা উপসর্গ দেখা দিলে বাসায় আইসোলেশনে চলে যান। সেসময় করোনা পরীক্ষায় নেগেটিভ আসলেও পরবর্তিতে আবার পরীক্ষা করলে করোনা শনাক্ত হয়।
এছাড়া জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার মাহমুদ মনোয়ার সকাল সাড়ে নয়টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।