ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ
খুলনা জেলা পুলিশ সুপার মাহবুব হাসান বলেছেন, করোনা ভাইরাস ব্যাপকহারে ছড়িয়ে পড়ছে। শুধু নিজে সচেতন হলে রক্ষা পাওয়া যাবে না, অন্যকেও সচেতন করতে হবে। স্বাস্থ্য বিধি মেনে চলা ও মাস্ক ব্যবহার এবং সরকারি নির্দেশনা মোতাবেক সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে।
মঙ্গলবার বিকালে ফুলতলা বাজারের বিভিন্ন সড়ক ও মার্কেটে করোনা ভাইরাস সংক্রান্ত সচেতনামুলক প্রচারণা ও মাস্ক বিতরণকালে তিনি এ কথা বলেন। এ সময় অন্যান্যের উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত পুলিশ সুপার মাঃ খায়রুল আলম (বি সার্কেল), ওসি মাহাতাব উদ্দিন, ওসি (তদন্ত) মোস্তফা হাবিবুল্লাহ, বাজার বণিক কল্যাণ সোসাইটির সভাপতি এস রবিন বসু, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, এসআই আবুল কাইয়ুম, এসআই মধুসূধন পান্ডে, এসআই মাহমুদ হোসেন, এসআই তাপস দত্ত, সোসাইটির সহ-সাধারণ সম্পাদক সাঈদ আলম মোড়ল, দপ্তর সম্পাদক মোঃ আবুল খায়ের, সদস্য মোঃ জুলহাস আহমেদ প্রমুখ।