করোনা প্রতিরোধে বটিয়াঘাটায় প্রশাসন ও সেনা বাহিনী বিভিন্ন কর্মসূচী অব্যাহত

প্রকাশঃ ২০২০-০৪-০৫ - ২০:১০

ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটাঃ খুলনা জেলা প্রশাসকের নির্দেশে করোনা ভাইরাস প্রতিরোধে বটিয়াঘাটা উপজেলা প্রশাসন ও সেনা বাহিনী বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নে প্রতিদিন সচেতনামূলক লিফলেট বিতরন, মাইকিং, দ্রব্যমুল্য নিয়ন্ত্রনে বাজার মনিটরিং ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করছে। পাশাপশি বিদেশ ফেরত নাগরিকদের তালিকা প্রস্তুত করে তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে বিশেষ অভিযান অব্যাহত রেখেছে। অন্যদিকে কর্মহীন জনসাধারনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছেন। তবে চাহিদার তুলনায় অপ্রতুল বলে মনে করছেন সচেতন মহল। এছাড়া উক্ত খাদ্য সামগ্রী বিতরনের ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধিদের স্বজনপ্রীতি, দলীয়করন ও অনিয়মের অভিযোগ রয়েছে। পাশাপশি কিছু বিত্তবান ব্যক্তি ও সামজিক প্রতিষ্ঠান তাদের নিজ উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করলেও তদারকির অভাবে সঠিক ভাবে বন্টন হচ্ছে না বলে অনেকেই মনে করেন। যে কারনে প্রকৃত কর্মহীন জনসাধারন খাদ্য সামগ্রী হতে বঞ্চিত হচ্ছে। অপরদিকে জেলা পুলিশ সুপারের নির্দেশে বটিয়াঘাটা থানা পুলিশের পক্ষ থেকে সচেতনামূলক লিফলেট বিতরন, বিদেশ ফেরত নাগরিকদের তালিকা হালনাগাদ করে উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করা, হোম কোয়ারেন্টাইন নিশ্চত করনসহ বিভিন্ন এলাকায় সচেতনমুলক মহড়া অব্যাহত রেখেছে। এব্যপারে বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রবিউল কবির বলেন, সরকারের দেওয়া করোনা ভাইরাস প্রতিরোধে প্রতিটি পদক্ষেপ বাস্তবে রূপদান দিতে থানা পুলিশের সদস্যরা জীবনের ঝুকি নিয়ে কাজ করছেন। বটিয়াঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যজিষ্ট্রেট মোঃ রাশেদুজ্জামান বলেন, দ্রব্যমুল্য নিয়ন্ত্রন, অহেতুক বাজার-রাস্তাঘাটে ঘোরাঘুরি ও আড্ডা দেওয়া বন্ধ এবং সামাজিক দুরত্ব বজায় রাখতে বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের কার্যক্রম অব্যাহত রয়েছে। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যজিষ্ট্রেট মোঃ নজরুল ইসলাম বলেন, হোম কোয়ারেন্টইন নিশ্চিত করন, দ্রব্যমুল্য নিয়ন্ত্রনে ভ্রাম্যমান আদালত পরিচালনাসহ কর্মহীদের মাঝে খাদ্য বিতরণ অব্যাহত রয়েছে। এব্যাপারে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য এ্যাড. গ্লোরিয়া সরকার ঝর্ণা বলেন, দেশের জনগন এখন করোনা ভাইরাস মোকাবেলায় কঠিন সময় পার করছে। এই ক্রান্তিলগ্নে দলমত নির্বিশেষে সকল গ্রুপিং এর উর্ধে থেকে এক সাথে করোনা ভাইরাস বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এছাড়া কর্মহীন জনসাধারনের মাঝে খাদ্য সামগ্রী বিতরনের দায়িত্ব দেওয়া হয়েছে স্ব স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের।