ফুলতলা (খুলনা) প্রতিনিধি// কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে সোমবার বেলা ১১টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে কৃষি প্রণোদনার আওতায় প্রান্তিক কৃষকের মাঝে বিনা মূল্যে আমন বীজ ধান, সার ও ফলজ চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহান। উপজেলা কৃষি অফিসার আরিফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ তৈয়েবুর রহমান, বীজ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, বিআরডিবি কর্মকর্তা তরিকুল হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ্ আরিফ শাওন, সহকারী কৃষি কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন প্রমুখ। এ সময় ফুলতলা উপজেলার ৪৫০ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে আমন উফশী বীজ ধান ও সার, বিভিন্ন প্রতিষ্ঠানে ১ হাজার ৫০টি নারকেল চারা, ৩৬টি তালের চারা, শিক্ষার্থীদের জন্য ২ হাজার ৬শ’ ফলের চারা বিতরণ করা হয়। পরে ইউএনও তাসনীম জাহান উপজেলা মডেল মসজিদ চত্বরে একটি নারকেল চারা রোপন করে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন।