করোনা প্রতিরোধ ও মোকাবেলায় বটিয়াঘাটা থানা পুলিশ ব্যাপক প্রস্তুতি

প্রকাশঃ ২০২০-০৩-২৭ - ১৯:০২

বটিয়াঘাটা প্রতিনিধিঃ বিশ্বব্যাপী মহা সংক্রামক করোনা ভাইরাস প্রতিরোধ ও মোকাবেলায় বটিয়াঘাটা থানা পুলিশ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। গত ১৮ মার্চ করোনার বিস্তার রোধে অফিসার ইনচার্জ মোঃ রবিউল কবিরের নেতৃত্বে অদ্যাবধি পর্যন্ত বিভিন্ন দেশ হতে আগত ৯৬ জন ব্যক্তিকে চিহ্নিত করে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের প্রত্যেকের বাড়ীতে লাল পতাকা টানিয়ে পরিবারের সদস্য সহ অন্যান্য প্রতিবেশীদেরকে সচেতন করা হয়েছে। তাছাড়া প্রত্যেক হোম কোয়ারেন্টাইন কত তারিখে শেষ হবে, সে লক্ষ্যে প্রত্যেকের ঘরের সামনে একটি ফরম টানিয়ে দিয়েছে। অত্র থানা এলাকায় প্রতিটি ওয়ার্ড পর্যায়ে গোয়েন্দা নজরদারিও রাখা হয়েছে। কে কবে কখন কোন দেশ থেকে বাংলাদেশে তথা অত্র থানা এলাকায় নিজ বাড়ীতে অথবা আত্মীয় বাড়ীতে আগমন করেছে তা তাৎক্ষণিকভাবে এন্ট্রি পূর্বক যাচাই বাছাই করে হোম কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হয়েছে। থানায় আগত ব্যক্তিদের থানার অভ্যন্তরে প্রবেশের পূর্বেই ভালোভাবে হাত ধোয়ার ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি করোনার প্রতিরোধ অত্র বটিয়াঘাটা থানায় একটি হেল্প ডেক্স খোলা হয়েছে। করোনা ভাইরাসকে পুঁজি করে কোন অসাধু ব্যবসায়ী যাহাতে অর্থনৈতিক সুবিধা না নিতে পারে সে লক্ষ্যে অফিসার ইনচার্জ এর নেতৃত্বে নিয়মিতভাবে বাজার মনিটরিং করা হচ্ছে। করোনা ভাইরাস সম্পর্কে জনগণকে সচেতন করার লক্ষ্যে অত্র থানা এলাকায় মাইকিং করে জনগণকে সচেতন করা হচ্ছে। এছাড়া করোনা ভাইরাস বিস্তার রোধে করনীয় এবং বর্জনীয় সম্পর্কে খুলনা জেলা পুলিশের পক্ষ থেকে জনসাধারনের মাঝে লিপলেট বিতরণ করা হয়েছে। পাশাপাশি থানার প্রত্যেকটি রিট অফিসারের মাধ্যমে কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের সম্পর্কে নিয়মিতভাবে খোজখবর রাখা হচ্ছে।