দাকোপে ইঞ্জিন ভ্যানের ধাক্কায় একজন নিহত

প্রকাশঃ ২০২৫-০৮-২৪ - ২১:৩০

দাকোপ প্রতিনিধিঃ খুলনার দাকোপে চলতি ইঞ্জিন ভ্যানের ধাক্কায় অনিমেষ মন্ডল (৪৮) নামে এক মটর সাইকেল চালক নিহত হয়েছে। গতকাল রবিবার সকাল ৬ টার দিকে চালনা টু পোদ্দারগঞ্জ সড়কের বারুইখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে উপজেলার খোনা গ্রামের মৃত প্রফুল্ল মন্ডলের পুত্র।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় অনিমেষ পোদ্দারগঞ্জ ফেরীঘাটের স্টান্ডে মটর সাইকেল সিরিয়ালে রেখে রাস্তায় হাটতে বের হয়। এ সময় চালনা থেকে আসা দ্রুত গতির একটি ইঞ্জিন ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাকে আঘাত করে। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ডাক্তার উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পরামর্শ দেয়। তাৎক্ষনিক খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাকরা মৃত্যু ঘোষনা করেন। এবিষয়ে দাকোপ থানা পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ সিরাজুল ইসলাম বলেন, দূর্ঘটনার খবর জেনেছি নিহতের পরিবার লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।