কালিয়ায় বিএনপির ৩৯ নেতাকর্মীর নামে মামলা দায়ের

প্রকাশঃ ২০১৭-১০-১৫ - ২৩:৫৩

কালিয়া (নড়াইল) : নড়াইলের কালিয়া উপজেলায় নাশকতামূলক কর্মকান্ড ঘটানোর অভিযোগে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের ৩৯ জন নেতাকর্মীর নামে মামলা দায়ের করেছে পুলিশ। গত শনিবার রাত ৮ টার দিকে কালিয়া থানার এসআই অখিল চন্দ্র রায় বাদী হয়ে এ মামলা দায়ের করেন। জানা যায়, উক্ত মামলায় আসামী করা হয়েছে, কালিয়া পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি সেলিম রেজা ইউসুফ, কালিয়া থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মিলন চৌধুরী, থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক তুরাণ শেখ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক বাবু মিয়া, পৌর শ্রমিক দলের সভাপতি হিমু মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলুর ছেলে ছাত্রদল নেতা স ম রকিবুজ্জামান পাপ্পু, ছাত্রদল নেতা তরিকুল সরদারসহ ৩৯ জন অজ্ঞাতনামা এবং ১শ’ থেকে ১শ’ ৫০ জন নেতাকর্মীতে। কালিয়া থানার ওসি শমসের আলী বলেন, ‘শনিবার দুপুর ৩ টার দিকে উপজেলার ছোট কালিয়ার তিন রাস্তার মোড়ে ১২ অক্টোবর বিএনপি-জামায়াতের দুইজন কর্মীকে গ্রেফতারের প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ সমাবেশের অংশ হিসেবে ঘটনাস্থলে আসামীরা বালির বস্তা ও গাছের গুড়ি ফেলে সাধারণ পথচারীদের চলাচলের বিঘ্ন সৃষ্টি করে এবং নাশকতামূলক ঘটনা ঘটনোর প্রস্তুতি নেয়া হচ্ছে, এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উল্লেখিত ৩৯ জনসহ অজ্ঞাতনামা আসামী পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে ৫টি ককটেল সদৃশ বস্তু, ৪টি বালুর বস্তা, ৪টি গাছের গুড়ি, ৩০ পিচ ইটের খোয়া ও বিক্ষোভে ব্যবহৃত একটি ব্যানার উদ্ধার করা হয়।