কালিয়ায় ভাতিজার হাতে চাচা খুন

প্রকাশঃ ২০১৯-০৩-০৭ - ১৭:৩০

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ভাতিজার হাতে চাচা (৫২) খুন হয়েছেন। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।  নিহত আনিচ মোল্যা (৫২) উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের বাসিন্দা এবং পেশায় চা দোকানদার ছিলেন।

পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, বুধবার (৬ মার্চ) বিকেলে কালিয়ার সাতবাড়িয়া গ্রামে আনিস মোল্যা তার ভাইপো সোহাগ মোল্যার (২৫) কাছে চাসহ অন্যান্য মালামাল বিক্রির বাকি টাকা চাইলে দু’জনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর এক পর্যায়ে ভাইপো সোহাগ চাচা আনিচ মোল্যার মাথায় ইট দিয়ে আঘাত করে। এতে আনিচ মোল্যা গুরুতর আহত হলে প্রথমে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার সকালে ঢাকায় নেওয়ার পথে মাওয়াঘাট এলাকায় তিনি মারা যান। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়ের হয়নি।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, অভিযুক্ত সোহাগ পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা করছে পুলিশ।