কাশিয়ানীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৩

প্রকাশঃ ২০২৩-০২-১১ - ১৪:২২

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানীতে পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ভাটিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা কাশিয়ানী উপজেলা ১০০শয্যাবিশিষ্ট হাসপাতাল, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও যশোর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

হতাহতরা যশোরের বাঘারপাড়ার বাকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও বিদ্যালয় পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।

দুর্ঘটনায় অভিভাবক সদস্য বিদ্যুৎ বিশ্বাস (৫৫) ঘটনাস্থলে মারা যান। স্কুলের কম্পিউটার ল্যাব সহকারী সুদীপ্ত বিশ্বাস যশোর আড়াইশ’ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মারা যান। নিহত অপরজনের পরিচয় জানা যায়নি।

কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ ফিরোজ আলম জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে টুঙ্গিপাড়া থেকে পিকনিক শেষে যশোরের বাঘারপাড়ার বাকড়িতে ফিরছিল তিনটি বাস। ভাটিয়াপাড়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে একটি বাস রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় তিনজন নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হয়।