এস আর সাঈদ, কেশবপুর (যশোর): যশোরের কেশবপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত পৌর এলাকায় পুনর্বাসনে ইউ জি আই আই পি-থ্রি প্রকল্পের আওতায় নির্মিত ৩ টি আর সি সি রাস্তা উদ্ধোধন করা হয়েছে। পৌর মেয়র রফিকুল ইসলামে মোড়লের সভাপতিত্বে রোববার সকালে প্রধান অতিথি হিসাবে পৌর এলাকায় রাস্তা ৩টির উদ্ধোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি। রাস্তা ৩টি হচ্ছে কেশবপুর পৌরসভার শাহাপাড়ার বুদ্ধদেবের বাড়ি হতে আজিজ প্রফেসরের বাড়ি পর্যন্ত ৩৭৫ মিটার, শহরের অনন্ত সড়ক গেট হতে ত্রিমোহিনী রোড পর্যন্ত ৫৭০ মিটার এবং শহরের গোলাঘাটা মোড় হতে আলতাপোল মেজে কোদার মোড় পর্যন্ত ৩৩৫ মিটিার রাস্তা। এতে ব্যয় করা হয়েছে ১কোটি ৫০ লাখ ৭৫ হাজার টাকা। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, জেলা পরিষদ সদস্য হাসান সাদেক, থানার ওসি এস এম আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক বিপুল, সদস্য আলতাফ হোসেন বিশ্বাস, প্যানেল মেয়র বিশ্বাস শহিদুজ্জামান শহিদ, পৌর সভার সচিব হারেছ উদ্দীন, নির্বাহী প্রকৌশলী ইমামূল হক, প্রকৌশলী উত্তম মজুমদার, পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক পৌর কাউন্সিলর জামাল উদ্দীন সরদার, পৌর কাউন্সিলর আতিয়ার রহমান, পৌর কাউন্সিলর মফিজুর রহমান খান, আফজাল হোসেন বাবু, মনিরা খানম, মেহেরুন নেসা মেরী প্রমুখ।