কয়রা(খুলনা)প্রতিনিধিঃ সুন্দরবন থেকে অবৈধভাবে পাচারকালে ১০ পিচ সুন্দরী গোলকাঠ, নৌকা সহ ৩ পাচারকারীকে আটক করেছে বন বিভাগ। জানা গেছে গত বুধবার রাত ১০ টার দিকে কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা আব্দুল্লাহ আল বাহারামের দিক নির্দেশনায় বজবজা টহল ফাঁড়ির স্টাফ হাবিবুর রহমানের নেতৃত্বে সুন্দরবনের কালিরখাল এলাকায় অভিযান চালিয়ে কাঠ,নৌকা সহ তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন কয়রা উপজেলার পদ্মপুকুর গ্রামের রাজ্জাক গাজী (৪৫) কালাম গাজী (৩৫) ও সামাদ গাজী (৩২)। এদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালতে প্রেরন করা হয়েছে। অভিযানকালে উপস্থিত ছিলেন বজবজা টহল ফাঁড়ির স্টাফ মনির, নুরমোহাম্মাদ সহ অন্যান্য স্টাফবৃন্দ। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) মোঃ আবু সালেহ বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।