কয়রায় বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

প্রকাশঃ ২০১৮-০৩-১৭ - ১৯:২০

কয়রা (খুলনা) প্রতিনিধি: কয়রা উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত ১৭ মার্চ সকাল ৯টায় এক বর্ণাঢ্য র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার শিমুল কুমার সাহার সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি মোস্তাফিজুর রহমানের উপস্থাপনায় আলোচনা সভায় বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন উপজেরা চেয়ারম্যান আ.খ.ম. তমিজ উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার, থানা অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক, কৃষি অফিসার এসএম মিজান মাহমুদ, মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম সুলতান মাহমুদ, জেলা আ’লীগের সদস্য মোস্তফা রফিকুল ইসলাম, কয়রা সদর ইউপি চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম, মহারাজপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্যাহ আল মামুন লাভলু, বিআরডিবি অফিসার মোঃ বাহাউল ইসলাম, পল্লী দারিদ্র বিমোচন অফিসার মোঃ ইদ্রিস আলী, মৎস্য অফিসার এসএম আলাউদ্দীন আহমেদ, জনস্বাস্থ্য প্রকৌশলী প্রশান্ত কুমার পাল, প্রেস ক্লাবের সভাপতি সদর উদ্দীন আহমেদ, সহকারী শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, কয়রা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এসএম আমিনুর রহমান, কপোতাক্ষ কলেজের অধ্যক্ষ অদ্রীশ আদিত্য মন্ডল, প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র মন্ডল, প্রধান শিক্ষক মোঃ খায়রুল আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মেহেদী হাসান প্রমুখ। আলোচনা শেষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।