নিজস্ব প্রতিবেদকঃ নগরীর রূপসা বাস স্ট্যান্ড এলাকা থেকে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ মোঃ শাহজাহান মৃধা (৩২) নামে এক চিহিৃত মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। সোমবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘ক’ সার্কেলের একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘ক’ সার্কেলের পরিদর্শক হাওলাদার মোহাম্মদ সিরাজুল ইসলাম জানান, রূপসা বাস স্ট্যান্ড এলাকা লুৎফর রহমানের ভাড়াটিয়া কামাল উদ্দিন মৃধার পুত্র মো: শাহজাহান মৃধাকে তাার বাসা তল্লাশী চালিয়ে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলার চোখ ফাকি দিয়ে ইয়াবা ব্যবসা করতেন। সে চিহিৃত একজন মাদক ব্যবসায়ী। এর আগে রোববার নগরীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রেতা ও সেবনকারীসহ মোট ৪ জনকে আটক করা হয়। পরবর্তীতে জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাসেল ইসলাম নূর ভ্রমামান আদালত পরিচালনা করে তাদের কে বিভিন্ন মেয়াদে অর্থদন্ড ও সাজা প্রদান করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘ক’ সার্কেলের পরিদর্শক হাওলাদার মোহাম্মদ সিরাজুল ইসলাম জানান, রূপসা বাস স্ট্যান্ড এলাকা লুৎফর রহমানের ভাড়াটিয়া কামাল উদ্দিন মৃধার পুত্র মো: শাহজাহান মৃধাকে তাার বাসা তল্লাশী চালিয়ে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলার চোখ ফাকি দিয়ে ইয়াবা ব্যবসা করতেন। সে চিহিৃত একজন মাদক ব্যবসায়ী। এর আগে রোববার নগরীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রেতা ও সেবনকারীসহ মোট ৪ জনকে আটক করা হয়। পরবর্তীতে জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাসেল ইসলাম নূর ভ্রমামান আদালত পরিচালনা করে তাদের কে বিভিন্ন মেয়াদে অর্থদন্ড ও সাজা প্রদান করেন।