খুলনায় ভোক্তা অধিকার আইনে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশঃ ২০১৭-১১-২৮ - ২০:৩৮

খুলনা : এপিবিএন খুলনা এর অপস্ এন্ড ইন্টেলিজেন্স টীমের সদস্যরা মঙ্গলবার নগরীতে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার আইনে ৭টি প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করেছে। টীমের সদস্যগণ মোঃ ওয়ালিদ বিন হাবিব এবং শিকদার শাহীনুর আলম, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, খুলনা এর উপস্থিতিতে মিহির কুমার দাস, সহকারী পুলিশ সুপার এর নেতৃত্বাধীন ফোর্সের সমন্বয়ে খুলনা মহানগরী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের জরিমানা করা হয়।

জানা গেছে, অভিযান পরিচালনা করে গোয়ালখালীস্থ সাতক্ষীরা বাধন ঘোষ ডেয়ারী এর মালিক বিধান চন্দ্র ঘোষকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’ ২০০৯ এর ৪৩ ধারা লংঘন করে মানুষের জীবন বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্য উৎপাদনের অপরাধে দুই হাজার টাকা, একই স্থানের আরহাম এন্টারপ্রাইজ এর মালিক মোঃ সোহেল খন্দকারকে তিন হাজার টাকা, এম এস ট্রেডিং প্রোঃ মোঃ মুশফিককে পাঁচ হাজার টাকা, নতুন রাস্তার মোড়ের খাঁন ট্রেডিং প্রোঃ মোঃ মনির হোসেন এর দুই হাজার টাকা, দৌলতপুরের ক্যাফে ফ্রেন্স এন্ড রেস্টুরেন্ট এর মালিক মোঃ নাজমুল ইসলামকে দুই হাজার টাকা, আখিমনি হাওড়া বেকারীর মোঃ হাবিব আলমকে তিন হাজার টাকা, মৃত্তিকা বাজার ডিপার্টমেন্টাল ষ্টোর এর মালিক মোঃ ফোরকান উদ্দিন মিঠুকে পাঁচ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। সর্বমোট ৭টি প্রতিষ্ঠানে ২২ হাজার টাকা জরিমানা। যা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয় অভিযোগ নম্বর যথাক্রমে-৫৩, ৫৪, ৫৫, ৫৬, ৫৯, ৬০ ও ৬১, তারিখ-২৮/১১/২০১৭ ইং।