খুলনায় যুবশ্রমিক লীগের আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশঃ ২০১৭-১০-১৫ - ২৩:১৭

খুলনা : আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেছেন, শ্রমজীবী জনগোষ্ঠী বাংলাদেশের উন্নয়নের অন্যতম চালিকা শক্তি। বিশ্বনেত্রী প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার ভিশন ২০২১ এবং ২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে শ্রমজীবী মানুষের দক্ষতা বৃদ্ধি করতে হবে। তিনি আরো বলেন, শুধু সাধারণ কাজ করলে নিজের এবং সমাজের উন্নতি হবে না। কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করে সম্মানের সাথে উন্নত বিশ্বের পাশে মাথা উঁচু করে দাড়াতে হবে। সেজন্যে যুবশ্রমিকদের মেধাকে কাজে লাগাতে হবে। যুবশ্রমিকরাই পারে একটি দেশের অর্থনৈতিক মেরুদন্ডকে সচল রাখতে। সেজন্যে সকল যুবশ্রমিককে দক্ষ যুবশ্রমিকে পরিণত করতে হবে। নেতৃবৃন্দ দলের সকলের প্রতি আহবান জানিয়ে বলেন, আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী করে আগামী প্রজন্মকে একটি উন্নত দেশ উপহার দিতে হবে।

রবিবার বিকাল ৫টায় দলীয় কার্যালয়ে যুবশ্রমিক লীগ আয়োজিত শ্রমিক লীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন। যুবশ্রমিক লীগের আহবায়ক মল্লিক নওশের আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এমপি। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও সাবেক ছাত্রনেতা এস এম কামাল হোসেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪দলের সমš^য়ক আলহাজ্ব মিজানুর রহমান মিজান এমপি। যুবশ্রমিক লীগের সদস্য সচিব মো. রবিউল মোল্লার পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা শেখ হায়দার আলী, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, মো. জাহাঙ্গীর হোসেন, আবুল কাশেম মোল্লা, রনজিত কুমার ঘোষ, মো. মোতালেব মিয়া, সৈয়দ এমদাদুল হক, শফিকুর রহমান পলাশ, সাঈফ হুমায়ুন কবির, সেলিম রাজু, কাজী আব্দুল ওহাব, আব্দুর রহিম, শরীফ মোর্ত্তুজা আলী, মো. আলাউদ্দিন, মুন্সি ইউনুচ, আব্দুর রশিদ শিকদার, মো. শাহআলম শেখ, এস এম মাহমুদুল হক, মুনিরুজ্জামান মনির, সাদিয়া আক্তার মুক্তা, আতাহার মাষ্টার, মো. শরিফুল, মো. মনির হোসেন, আলী হোসেন, তারিকুল ইসলাম বারেক, মো. রফিকুল ইসলাম, শাহ আলম শেখ লিটন, আলী আজগর মিন্টু, হাবিবুরর রহমান, জাহিদুর রহমান, মিজানুর রহমান, মাসুদুর রহমান জীবন, শাহাবুদ্দিনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেককাটা হয়।